ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 11:7-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তুমি কি অনুসন্ধান দ্বারা আল্লাহ্‌কে পেতে পার?সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব জানতে পার?

8. সে তত্ত্ব আসমানের চেয়েও উঁচু; তুমি কি করতে পার?তা পাতালের চেয়েও গভীর; তুমি কি তা জানতে পার?

9. দুনিয়া থেকেও তার আয়তন দীর্ঘ,সমুদ্র থেকেও তার পরিসর অনেক বেশি।

10. তিনি যদি হঠাৎ এসে বন্দী করেন,যদি বিচার সভা করেন,তবে তাঁকে কে নিবারণ করতে পারে?

11. কেননা তিনি অসার লোকদেরকে জানেন,আলোচনা না করেও অধর্ম দেখেন।

12. কিন্তু অসার মানুষ জ্ঞানহীন,সে জন্ম থেকে বন্য গাধার বাচ্চার মত।

13. তুমি যদি তোমার অন্তর স্থির কর,যদি তাঁর অভিমুখে অঞ্জলি প্রসারণ কর;

14. হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর,অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;

15. তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলতে পারবে,তুমি সুস্থির থাকবে, ভয় করবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 11