ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 10:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি বেঁচে থেকে ক্লান্ত হয়েছি;আমি আমার দুঃখের কথা মুক্তকণ্ঠে বলবো,আমি প্রাণের তিক্ততায় কথা বলবো।

2. আমি আল্লাহ্‌কে বলবো, আমাকে দোষী করো না;আমার সঙ্গে কি কারণে ঝগড়া করছো,তা আমাকে জানাও।

3. এটি কি ভাল যে, তুমি জুলুম করবে?তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করবে?দুষ্টদের মন্ত্রণায় খুশি হবে?

4. তোমার চোখ কি মানুষের চোখ?তোমার দৃষ্টি কি মানুষের দৃষ্টির মত?

5. তোমার আয়ু কি মানুষের আয়ুর মত?তোমার বছরগুলো কি মানুষের দিনগুলোর মত?

6. সেজন্য কি আমার অপরাধের অনুসন্ধান করছো,আমার গুনাহ্‌র খোঁজ করছো?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 10