ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 10:1-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি বেঁচে থেকে ক্লান্ত হয়েছি;আমি আমার দুঃখের কথা মুক্তকণ্ঠে বলবো,আমি প্রাণের তিক্ততায় কথা বলবো।

2. আমি আল্লাহ্‌কে বলবো, আমাকে দোষী করো না;আমার সঙ্গে কি কারণে ঝগড়া করছো,তা আমাকে জানাও।

3. এটি কি ভাল যে, তুমি জুলুম করবে?তোমার হস্তনির্মিত বস্তু তুমি তুচ্ছ করবে?দুষ্টদের মন্ত্রণায় খুশি হবে?

4. তোমার চোখ কি মানুষের চোখ?তোমার দৃষ্টি কি মানুষের দৃষ্টির মত?

5. তোমার আয়ু কি মানুষের আয়ুর মত?তোমার বছরগুলো কি মানুষের দিনগুলোর মত?

6. সেজন্য কি আমার অপরাধের অনুসন্ধান করছো,আমার গুনাহ্‌র খোঁজ করছো?

7. তুমি তো জান, আমি দুষ্ট নই,এবং তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।

8. তোমার হাত আমাকে গড়েছে, নির্মাণ করেছে,আমার সর্বাঙ্গ সুসংযুক্ত করেছে,তবুও তুমি আমাকে সংহার করছো।

9. স্মরণ কর, তুমি মাটির পাত্রের মত করে আমাকে গড়েছ,আবার আমাকে কি ধুলিতে বিলীন করবে?

10. তুমি কি দুধের মত আমাকে ঢাল নি?ছানার মত কি আমাকে ঘনীভূত কর নি?

11. তুমি আমাকে চামড়া ও মাংসে সজ্জিত করেছ,অস্থি ও শিরা দিয়ে আমাকে বুনেছ;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 10