ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ করিন্থীয় 11:31-33 Kitabul Mukkadas (MBCL)

31. আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি চিরকাল গৌরব পাবার যোগ্য, তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না।

32. দামেস্কে বাদশাহ্‌ আরিতার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরবার জন্য দামেস্কবাসীদের শহর পাহারা দেবার হুকুম দিয়েছিলেন।

33. কিন্তু দেয়ালের মধ্যে যে জানালা ছিল তার মধ্য দিয়ে আমাকে ঝুড়িতে করে নামিয়ে দেওয়া হয়েছিল, আর এইভাবেই আমি তাঁর হাত থেকে পালিয়ে গিয়েছিলাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ করিন্থীয় 11