ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ করিন্থীয় 11:1-2 Kitabul Mukkadas (MBCL)

1. আমি চাই তোমরা আমার একটুখানি বোকামি সহ্য কর। অবশ্য তোমরা তো সহ্য করছই।

2. আমি তোমাদের জন্য আমার দিলে আল্লাহ্‌র দেওয়া এক গভীর জ্বালায় জ্বলছি, কারণ আমি মাত্র একজন বরের সংগে, অর্থাৎ মসীহের সংগে তোমাদের বিয়ের সম্বন্ধ পাকা করে রেখেছি, যেন সতী কনে হিসাবে তাঁর কাছেই তোমাদের তুলে দিতে পারি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ করিন্থীয় 11