ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ পিতর 2:6-8 Kitabul Mukkadas (MBCL)

6. পাক-কিতাবে লেখা আছে,দেখ, একটা খুব দামী পাথর আমি বেছে নিয়েছি;আর সেটা সিয়োনের কোণের ভিত্তির পাথর হিসাবেস্থাপন করেছি।যে তাঁর উপরে ঈমান আনেসে কোনমতেই নিরাশ হবে না।

7. এইজন্য তোমরা ঈমান এনেছ বলে তোমাদের কাছে সেই পাথর খুব মূল্যবান; কিন্তু যারা ঈমান আনে নি তাদের পক্ষে কিতাবের এই কথাটা খাটে,রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল,সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।

8. আবার কিতাবের এই কথাও খাটে,সেটা এমন পাথর যাতে লোকে উচোট খাবে,আর যা লোকের উচোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে।লোকে আল্লাহ্‌র কালাম অমান্য করে বলেই উচোট খায়, আর এরই জন্য তারা ঠিক হয়ে আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ পিতর 2