ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ তীমথিয় 6:3-8 Kitabul Mukkadas (MBCL)

3. কেউ যদি অন্য রকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের হযরত ঈসা মসীহের শিক্ষা ও আল্লাহ্‌-ভয়ের শিক্ষা মেনে না নেয় তবে সে অহংকারী।

4. সে কিছুই বোঝে না; ঝগড়া এবং তর্কাতর্কি করা যেন তার একটা রোগে দাঁড়িয়ে যায়। এই সবের ফল হল- হিংসা, ঝগড়া, নিন্দা, কুসন্দেহ,

5. আর নীচমনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে আল্লাহ্‌র সত্য নেই; তারা ঈসায়ী ঈমানকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে।

6. কিন্তু আসলে সন্তুষ্ট মনে ঈসায়ী ঈমান অনুসারে চললে মহা লাভ হয়।

7. দুনিয়াতে আমরা তো কিছুই সংগে নিয়ে আসি নি আর দুনিয়া থেকে কিছুই সংগে নিয়ে যেতে পারব না।

8. তবে খাবার ও কাপড় থাকলেই আমরা সন্তুষ্ট থাকব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ তীমথিয় 6