ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 3:2-6 Kitabul Mukkadas (MBCL)

2. আর হানন ও কাইয়াফা ছিলেন ইহুদীদের মহা-ইমাম। ঠিক এই সময়ে আল্লাহ্‌ মরুভূমিতে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার উপর তাঁর কালাম নাজেল করলেন।

3. তখন ইয়াহিয়া জর্ডান নদীর চারদিকের সমস্ত জায়গায় গিয়ে তবলিগ করতে লাগলেন যেন লোকে গুনাহের মাফ পাবার জন্য তওবা করে এবং তার চিহ্ন হিসাবে তরিকাবন্দী নেয়।

4. নবী ইশাইয়ার কিতাবে যা লেখা আছে ঠিক সেইভাবে এই সব হল। লেখা আছে,“মরুভূমিতে একজনের কন্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,‘তোমরা মাবুদের পথ ঠিক কর,তাঁর রাস্তা সোজা কর।

5. সমস্ত উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে।আঁকাবাঁকা পথ সোজা করা হবে,অসমান রাস্তা সমান করা হবে।

6. মানুষকে নাজাত করবার জন্যআল্লাহ্‌ যা করেছেন,সব লোকেই তা দেখতে পাবে।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 3