ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 20:22-26 Kitabul Mukkadas (MBCL)

22. আচ্ছা, মূসার শরীয়ত অনুসারে রোম-সম্রাটকে কি খাজনা দেওয়া উচিত?”

23. ঈসা তাদের চালাকি বুঝতে পেরে বললেন,

24. “আমাকে একটা দীনার দেখাও। এর উপরে কার ছবি ও কার নাম আছে?”তারা বলল, “রোম-সম্রাটের।”

25. ঈসা তাদের বললেন, “তা হলে যা সম্রাটের তা সম্রাটকে দাও এবং যা আল্লাহ্‌র তা আল্লাহ্‌কে দাও।”

26. লোকদের সামনে ঈসা যা বলেছিলেন তাতে সেই গোয়েন্দারা তাঁকে তাঁর কথার ফাঁদে ফেলতে পারল না। তাঁর জবাবে আশ্চর্য হয়ে তারা চুপ হয়ে গেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 20