ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 11:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. এক সময়ে ঈসা কোন একটা জায়গায় মুনাজাত করছিলেন। মুনাজাত শেষ হলে পর তাঁর একজন সাহাবী তাঁকে বললেন, “হুজুর, ইয়াহিয়া যেমন তাঁর সাহাবীদের মুনাজাত করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি মুনাজাত করতে শিখান।”

2. ঈসা তাঁদের বললেন, “যখন তোমরা মুনাজাত কর তখন বোলো,‘হে আমাদের বেহেশতী পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।তোমার রাজ্য আসুক।

3. প্রত্যেক দিনের খাবার তুমি আমাদেরপ্রত্যেক দিন দাও।

4. আমাদের গুনাহ্‌ মাফ কর,কারণ যারা আমাদের বিরুদ্ধে গুনাহ্‌ করেআমরা তাদের মাফ করি।আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”

5. তারপর ঈসা তাঁর সাহাবীদের বললেন, “মনে কর, মাঝ রাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়ীতে গিয়ে বলল, ‘বন্ধু, আমাকে তিনটা রুটি ধার দাও।

6. আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে। তাকে খেতে দেবার মত আমার কিছুই নেই।’

7. তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু জবাব দিল, ‘আমাকে কষ্ট দিয়ো না। দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে। আমি উঠে তোমাকে কিছুই দিতে পারব না।’

8. আমি তোমাদের বলছি, সে যদি বন্ধু হিসাবে উঠে তাকে কিছু না-ও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 11