ওল্ড টেস্টামেন্ট

নববিধান

রোমীয় 3:10-12 Kitabul Mukkadas (MBCL)

10. পাক-কিতাবে লেখা আছে:ধার্মিক কেউ নেই, একজনও নেই;

11. কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে না,কেউ আল্লাহ্‌র ইচ্ছামত কাজ করে না।

12. সবাই ঠিক পথ থেকে সরে গেছে,সবাই একসংগে খারাপ হয়ে গেছে।ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন রোমীয় 3