ওল্ড টেস্টামেন্ট

নববিধান

রোমীয় 10:15-19 Kitabul Mukkadas (MBCL)

15. তা ছাড়া কেউ না পাঠালে কেমন করে তবলিগকারীরা তবলিগ করবে? পাক-কিতাবে লেখা আছে, “ধন্য তাদের পা যারা উপকারের সুসংবাদ তবলিগ করতে আসে।”

16. কিন্তু সবাই সেই সুসংবাদে সাড়া দেয় নি। নবী ইশাইয়া বলেছেন, “মাবুদ, আমাদের দেওয়া সুসংবাদের উপর কে ঈমান এনেছে?”

17. তাহলে দেখা যায়, আল্লাহ্‌র কালাম শুনবার ফলেই ঈমান আসে, আর মসীহের বিষয় তবলিগের মধ্য দিয়ে সেই কালাম শুনতে পাওয়া যায়।

18. কিন্তু আমি বলি, বনি-ইসরাইলরা কি সেই কালাম শুনতে পায় নি? নিশ্চয় শুনেছে। পাক-কিতাব বলে,তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে,ছড়িয়ে পড়েছে তাদের কথাপৃথিবীর শেষ সীমা পর্যন্ত।

19. আমি আবার বলি, বনি-ইসরাইলরা কি সেই কালাম বুঝতে পারে নি? প্রথমে নবী মূসার মধ্য দিয়ে আল্লাহ্‌ বলেছেন,যে জাতি কোন জাতিই নয়,সেই জাতিকে দিয়েই আমি তোমার আগ্রহ জাগিয়ে তুলব;একটা অবুঝ জাতিকে দিয়ে তোমাকে রাগিয়ে তুলব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন রোমীয় 10