ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 15:3-5 Kitabul Mukkadas (MBCL)

3. প্রধান ইমামেরা তাঁর নামে অনেক দোষ দিলেন।

4. এতে পীলাত আবার ঈসাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি জবাব দেবে না? দেখ, তারা তোমাকে কত দোষ দিচ্ছে।”

5. ঈসা কিন্তু আর কোন জবাবই দিলেন না। এতে পীলাত আশ্চর্য হলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 15