ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 14:57-61 Kitabul Mukkadas (MBCL)

57. তখন কয়েকজন উঠে তাঁর বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল,

58. “আমরা ওকে বলতে শুনেছি, ‘মানুষের তৈরী এই এবাদত-খানা আমি ভেংগে ফেলব এবং তিন দিনের মধ্যে এমন একটা এবাদত-খানা তৈরী করব যা মানুষের তৈরী নয়।’ ”

59. কিন্তু তবুও তাদের সাক্ষ্য মিলল না।

60. তখন মহা-ইমাম সকলের সামনে দাঁড়িয়ে ঈসাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি কোন জবাবই দেবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এই সব কি সাক্ষ্য দিচ্ছে?”

61. ঈসা কিন্তু জবাব না দিয়ে চুপ করেই রইলেন।মহা-ইমাম আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি গৌরবময় আল্লাহ্‌র পুত্র মসীহ্‌?”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 14