ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 13:18-21 Kitabul Mukkadas (MBCL)

18. মুনাজাত কর যেন এই সমস্ত শীতকালে না হয়,

19. কারণ সেই সময় এমন কষ্ট হবে যা দুনিয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত হয় নি এবং তার পরেও আর হবে না।

20. মাবুদ যদি সেই দিনগুলো কমিয়ে না দিতেন তবে কেউই বাঁচত না। কিন্তু তাঁর বাছাই করা বান্দাদের জন্য সেই দিনগুলো আল্লাহ্‌ কমিয়ে দিয়েছেন।

21. সেই সময় যদি কেউ তোমাদের বলে, ‘দেখ, মসীহ্‌ এখানে,’ বা ‘দেখ, মসীহ্‌ ওখানে,’ তোমরা বিশ্বাস কোরো না;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 13