ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 11:9-12 Kitabul Mukkadas (MBCL)

9. যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল,“মারহাবা! মাবুদের নামে যিনি আসছেন তাঁর প্রশংসা হোক।

10. আমাদের পিতা দাউদের যে রাজ্য আসছে তার প্রশংসা হোক।বেহেশতেও মারহাবা!”

11. ঈসা জেরুজালেমে গিয়ে বায়তুল-মোকাদ্দসে ঢুকলেন এবং চারদিকের সব কিছুই লক্ষ্য করলেন, কিন্তু বেলা গিয়েছিল বলে তাঁর বারোজন সাহাবীকে নিয়ে তিনি বেথানিয়াতে চলে গেলেন।

12. পরের দিন যখন তাঁরা বেথানিয়া ছেড়ে যাচ্ছিলেন তখন ঈসার খিদে পেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 11