ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 1:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. ইব্‌নুল্লাহ্‌ ঈসা মসীহের বিষয়ে সুসংবাদের শুরু।

2. নবী ইশাইয়ার কিতাবে আল্লাহ্‌র বলা এই কথা লেখা আছে:দেখ, তোমার আগেআমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি।সে তোমার পথ প্রস্তুত করবে।

3. মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,তোমরা মাবুদের পথ ঠিক কর,তাঁর রাস্তা সোজা কর।

4. সেই কথামতই হযরত ইয়াহিয়া মরুভূমিতে গিয়ে লোকদের তরিকাবন্দী দিচ্ছিলেন এবং তবলিগ করছিলেন যেন লোকে গুনাহের মাফ পাবার জন্য তওবা করে ও তরিকাবন্দী নেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 1