ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 4:6-20 Kitabul Mukkadas (MBCL)

6. “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌ হও তবে লাফ দিয়ে নীচে পড়, কারণ পাক-কিতাবে লেখা আছে,আল্লাহ্‌ তাঁর ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন;তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”

7. ঈসা ইবলিসকে বললেন, “আবার এই কথাও লেখা আছে,তোমার মাবুদ আল্লাহ্‌কে তুমি পরীক্ষা করতে যেয়ো না।”

8. তখন ইবলিস আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,

9. “তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা কর তবে এই সবই আমি তোমাকে দেব।”

10. তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে,তুমি তোমার মাবুদ আল্লাহ্‌কেই ভয় করবে,কেবল তাঁরই এবাদত করবে।”

11. তখন ইবলিস তাঁকে ছেড়ে চলে গেল, আর ফেরেশতারা এসে তাঁর সেবা করতে লাগলেন।

12-13. পরে ঈসা শুনলেন ইয়াহিয়াকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তখন তিনি গালীলে চলে গেলেন এবং নাসরত গ্রাম ছেড়ে সবূলূন ও নপ্তালি এলাকার মধ্যে সাগর পারের কফরনাহূম শহরে গিয়ে রইলেন।

14. এটা হল যাতে নবী ইশাইয়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়:

15. সবূলূন ও নপ্তালি এলাকার, সমুদ্রের দিকের,জর্ডানের অন্য পারের এবং অ-ইহুদীদের গালীলের

16. যে লোকেরা অন্ধকারে বাস করে,তারা মহানূর দেখতে পাবে।যারা ঘন অন্ধকারের দেশে বাস করে,তাদের কাছে আলো প্রকাশিত হবে।

17. সেই সময় থেকে ঈসা এই বলে তবলিগ করতে লাগলেন, “তওবা কর, কারণ বেহেশতী রাজ্য কাছে এসে গেছে।”

18. ঈসা গালীল সাগরের পার দিয়ে যাবার সময় শিমোন, যাঁকে পিতর বলা হয় আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন জেলে।

19. ঈসা তাঁদের বললেন, “আমার সংগে চল, আমি তোমাদের মানুষ-ধরা জেলে করব।”

20. তখনই তাঁরা জাল ফেলে রেখে ঈসার সংগে গেলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 4