ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 24:7-12 Kitabul Mukkadas (MBCL)

7. এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকমপ হবে।

8. কিন্তু এই সব কেবল যন্ত্রণার শুরু।

9. “সেই সময়ে লোকে তোমাদের কষ্ট দেবার জন্য ধরিয়ে দেবে এবং তোমাদের খুন করবে। আমার জন্য সব লোকেরা তোমাদের ঘৃণা করবে।

10. সেই সময়ে অনেকেই পিছিয়ে যাবে এবং একে অন্যকে ধরিয়ে দেবে ও ঘৃণা করবে।

11. অনেক ভণ্ড নবী এসে অনেককে ঠকাবে।

12. দুষ্টতা বেড়ে যাবে বলে অনেকের মহব্বত খুব কমে যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 24