ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 22:42-46 Kitabul Mukkadas (MBCL)

42. “আপনারা মসীহের বিষয়ে কি মনে করেন? তিনি কার বংশধর?”তাঁরা ঈসাকে বললেন, “দাউদের বংশধর।”

43. তখন ঈসা তাঁদের বললেন, “তবে দাউদ কেমন করে মসীহ্‌কে পাক-রূহের পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? তিনি বলেছিলেন,

44. ‘মাবুদ আমার প্রভুকে বললেন,যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডানদিকে বস।’

45. তাহলে দাউদ যখন মসীহ্‌কে প্রভু বলে ডেকেছেন তখন মসীহ্‌ কেমন করে দাউদের বংশধর হতে পারেন?”

46. এর জবাবে কেউ এক কথাও তাঁকে বলতে পারল না এবং সেই দিন থেকে কেউ তাঁকে আর কিছু জিজ্ঞাসা করতেও সাহস করল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 22