ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রেরিত 2:17-28 Kitabul Mukkadas (MBCL)

17. ‘শেষকালে সব লোকের উপরে আমি আমার রূহ্‌ ঢেলে দেব; তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে।

18. এমন কি, সেই সময়ে আমার গোলাম ও বাঁদীদের উপরে আমি আমার রূহ্‌ ঢেলে দেব, আর তারা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলবে।

19. আমি উপরে আসমানে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাব, আর নীচে দুনিয়াতে নানা রকম চিহ্ন দেখাব, অর্থাৎ রক্ত, আগুন ও প্রচুর ধোঁয়া দেখাব।

20. মাবুদের সেই মহৎ ও মহিমাপূর্ণ দিন আসবার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে।

21. রক্ষা পাবার জন্য যে কেউ মাবুদকে ডাকবে সে রক্ষা পাবে।’

22. “বনি-ইসরাইলরা, এই কথা শুনুন। নাসরতের ঈসার মধ্য দিয়ে আল্লাহ্‌ আপনাদের মধ্যে মহৎ কাজ, চিহ্ন ও কুদরতি কাজ করে আপনাদের কাছে প্রমাণ করেছিলেন যে, তিনি ঈসাকে পাঠিয়েছিলেন; আর এই কথা তো আপনারা জানেন।

23. আল্লাহ্‌, যিনি আগেই সব জানেন, তিনি আগেই ঠিক করেছিলেন যে, ঈসাকে আপনাদের হাতে দেওয়া হবে। আর আপনারাও দুষ্ট লোকদের দ্বারা তাঁকে ক্রুশের উপরে হত্যা করেছিলেন।

24. কিন্তু আল্লাহ্‌ মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করে তাঁকে জীবিত করে তুলেছেন, কারণ তাঁকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না।

25. নবী দাউদ তাঁর বিষয়ে বলেছেন,‘আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে;তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।

26. এইজন্য আমার মন খুশীতে ভরা,আমার জিভ্‌ আনন্দের কথা বলে,আমার শরীরও আশা নিয়ে বাঁচবে;

27. কারণ তুমি আমাকে কবরে ফেলে রাখবে না,তোমার ভক্তের শরীরকে তুমি নষ্ট হতে দেবে না।

28. জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ;তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 2