ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রকাশিত কালাম 22:12-15 Kitabul Mukkadas (MBCL)

12. ঈসা বলছেন, “দেখ, আমি শীঘ্রই আসছি এবং প্রত্যেককে তার কাজ অনুসারে দেবার পুরস্কার আমার সংগেই আছে।

13. আমি আল্‌ফা এবং ওমিগা, প্রথম ও শেষ, শুরু ও শেষ।

14. “ধন্য তারা, যারা তাদের পোশাক ধুয়ে ফেলে যেন তারা জীবন্তগাছের ফল খাবার অধিকারী হয় এবং দরজার মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে।

15. কুকুরের মত জঘন্য লোক, জাদুকর, জেনাকারী, খুনী, মূর্তিপূজাকারী, আর যারা মিথ্যা ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রকাশিত কালাম 22