ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বাদশাহ্‌নামা 9:36-37 Kitabul Mukkadas (MBCL)

36. এই কথা তারা ফিরে গিয়ে যেহূকে জানালে পর তিনি বললেন, “মাবুদ নিজের গোলাম তিশ্‌বীয় ইলিয়াসের মধ্য দিয়ে ঠিক এই কথাই বলেছিলেন, ‘যিষ্রিয়েলের জমিতে কুকুরেরা ঈষেবলের গোশ্‌ত খাবে।

37. সেই জমির মাটিতে ঈষেবলের লাশ এমন গোবর-সারের মত পড়ে থাকবে যে, কেউ চিনতে পারবে না ওটা ঈষেবলের লাশ।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 9