ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ বাদশাহ্‌নামা 18:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. এলার ছেলে ইসরাইলের বাদশাহ্‌ হোশেয়ের রাজত্বের তৃতীয় বছরে এহুদার বাদশাহ্‌ আহসের ছেলে হিষ্কিয় রাজত্ব করতে শুরু করলেন।

2. তিনি পঁচিশ বছর বয়সে বাদশাহ্‌ হয়েছিলেন এবং ঊনত্রিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অবী। তিনি ছিলেন জাকারিয়ার মেয়ে।

3. হিষ্কিয় তাঁর পূর্বপুরুষ দাউদের মতই মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।

4. তিনি পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন, পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা-খুঁটিগুলো কেটে ফেললেন। মূসার তৈরী ব্রোঞ্জের সাপটা তিনি ভেংগে টুকরা টুকরা করলেন, কারণ বনি-ইসরাইলরা সেই সময় পর্যন্ত সেই সাপের উদ্দেশে ধূপ জ্বালাচ্ছিল। ব্রোঞ্জের সাপটার নাম ছিল নহুষ্টন।

5. হিষ্কিয় ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র উপর ভরসা করতেন। তাঁর আগে বা পরে এহুদার বাদশাহ্‌দের মধ্যে তাঁর মত আর কেউ ছিলেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ বাদশাহ্‌নামা 18