ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ শামুয়েল 5:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. ফিলিস্তিনীরা আল্লাহ্‌র সিন্দুকটি এবন্‌-এষর থেকে অস্‌দোদ শহরে নিয়ে গেল।

2. আল্লাহ্‌র সিন্দুকটি তারা দাগোন্তদেবতার মন্দিরে নিয়ে গিয়ে দাগোনের মূর্তির পাশেই রাখল।

3. পরদিন অস্‌দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন মাবুদের সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 5