ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ শামুয়েল 2:5-19 Kitabul Mukkadas (MBCL)

5. যাদের পেট ভরা ছিলতারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে;কিন্তু যাদের পেটে খিদে ছিলতাদের খিদে মিটে গেছে।যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে,কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল,সন্তানের জন্ম দিতে পারে না।

6. মাবুদই মারেন আর মাবুদই বাঁচান;তিনিই কবরে নামান আর তিনিই সেখান থেকে তোলেন।

7. মাবুদই মানুষকে ধনী বা গরীব করেন;হ্যাঁ, তিনিই নীচু করেন আর তিনিই উঁচু করেন।

8. তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন,আর অভাবীকে তোলেন ছাইয়ের গাদা থেকে।উঁচু পদের লোকদের সংগে তিনি তাদের বসতে দেন,আর দেন সম্মানের সিংহাসন;কারণ দুনিয়ার থামগুলো মাবুদেরই,তিনি সেগুলোর উপরে জমীনকে স্থাপন করেছেন।

9. তিনি তাঁর ভক্তদের উচোট খাওয়া থেকে রক্ষা করেন,কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়;কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।

10. মাবুদের শত্রুরা চুরমার হয়ে যাবে,তিনি আসমানে তাদের বিরুদ্ধে গর্জন করবেন;দুনিয়ার শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন।তিনি তাঁর বাদশাহ্‌কে শক্তি দেবেনআর তাঁর অভিষেক-করা বান্দাকে জয়ী করবেন।”

11. এর পর ইল্‌কানা রামায় তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন, কিন্তু শামুয়েল ইমাম আলীর অধীনে থেকে মাবুদের এবাদত-কাজ করতে লাগলেন।

12. আলীর ছেলেরা ছিল ভীষণ দুষ্ট। মাবুদের প্রতি তাদের কোন মনোযোগ ছিল না।

13. ইমাম হিসাবে লোকদের সংগে তাদের ব্যবহার ছিল এই রকম: কোন লোকের পশু-কোরবানীর গোশ্‌ত যখন সিদ্ধ হতে থাকত তখন ইমামের চাকর তিন কাঁটাযুক্ত একটা বড় চামচ নিয়ে আসত।

14. সেটা দিয়ে সে হাঁড়িতে কিংবা গামলাতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে গোশ্‌ত উঠে আসত তা সবই ইমাম নিজের জন্য নিয়ে যেত। বনি-ইসরাইলদের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।

15. তা ছাড়া, চর্বি আগুনে দেবার আগেই ইমামের চাকর এসে যে লোকটি পশু-কোরবানী দিচ্ছে তাকে বলত, “আগুনে ঝল্‌সাবার জন্য ইমামকে গোশ্‌ত দাও। তিনি তোমার কাছ থেকে সিদ্ধ করা গোশ্‌ত নেবেন না, কাঁচা গোশ্‌তই নেবেন।”

16. সেই লোকটি যদি বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত গোশ্‌ত নিয়ে যেয়ো,” তবে সে বলত, “না, এখনই তা দিতে হবে; না দিলে আমি জোর করে নিয়ে যাব।”

17. মাবুদের চোখে সেই যুবক ইমামদের গুনাহ্‌ ভীষণ হয়ে দেখা দিল, কারণ তারা মাবুদের উদ্দেশে এই সব কোরবানীর জিনিসগুলো তুচ্ছ করত।

18. ছোট ছেলে শামুয়েল কিন্তু মসীনা সুতার এফোদ পরে মাবুদের এবাদত-কাজ করতে থাকলেন।

19. প্রত্যেকবার স্বামীর সংগে বাৎসরিক পশু-কোরবানী দিতে যাওয়ার সময় শামুয়েলের মা একটা ছোট কোর্তা তৈরী করে তাঁর জন্য নিয়ে যেতেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ শামুয়েল 2