ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 6:6 Kitabul Mukkadas (MBCL)

নীচের তলার কামরাগুলো ছিল পাঁচ হাত চওড়া, দ্বিতীয় তলার কামরাগুলো ছিল ছয় হাত চওড়া এবং তৃতীয় তলার কামরাগুলো ছিল সাত হাত চওড়া, কারণ বায়তুল-মোকাদ্দসের দেয়ালের বাইরের দিকের গায়ে কয়েকটা তাক তৈরী করা হয়েছিল। তার ফলে ঐ তিন তলা ঘর তৈরী করবার জন্য বায়তুল-মোকাদ্দসের দেয়ালের গায়ে কোন বীম লাগাবার দরকার হল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 6

প্রেক্ষাপটে ১ বাদশাহ্‌নামা 6:6 দেখুন