ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 6:28-33-34 Kitabul Mukkadas (MBCL)

28. তিনি কারুবী দু’টিকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন।

29. বায়তুল-মোকাদ্দসের দু’টি কামরার সমস্ত দেয়ালে কারুবী, খেজুর গাছ এবং ফোটা ফুল খোদাই করা ছিল।

30. কামরা দু’টির মেঝেও তিনি সোনা দিয়ে ঢেকে দিলেন।

31. মহাপবিত্র স্থানের দরজাটা তিনি জলপাই কাঠ দিয়ে তৈরী করলেন। সেই দরজার ফ্রেমের পাঁচটা কোণা ছিল।

32. দরজার দুই পাল্লাতে তিনি কারুবী, খেজুর গাছ ও ফোটা ফুল খোদাই করে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং সেই কারুবী ও খেজুর গাছের উপরকার সোনা পিটিয়ে সেগুলোর আকার দিলেন।

33-34. প্রধান কামরার দরজার জন্য তিনি জলপাই কাঠ দিয়ে একটা চারকোণা ফ্রেম তৈরী করলেন এবং বেরস কাঠ দিয়ে দরজার দু’টা পাল্লা তৈরী করলেন। কব্‌জা লাগানো দু’টা তক্তা দিয়ে প্রত্যেকটা পাল্লা তৈরী করা হল। তাতে পাল্লাগুলো ভাঁজ করা যেত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 6