ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ বাদশাহ্‌নামা 4:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. রামোৎ গিলিয়দে বিন্‌-গেবর। তিনি ছিলেন গিলিয়দের মানশার ছেলে যায়ীরের সমস্ত গ্রামের এবং বাশনের অর্গোব এলাকার শাসনকর্তা। অর্গোব এলাকায় ছিল দেয়াল-ঘেরা এবং ব্রোঞ্জের হুড়কা দেওয়া দরজা সুদ্ধ ষাটটা বড় বড় গ্রাম।

14. মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

15. নপ্তালিতে অহীমাস। তিনি সোলায়মানের মেয়ে বাসমৎকে বিয়ে করেছিলেন।

16. আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা।

17. ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ বাদশাহ্‌নামা 4