ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 9:1-13 Kitabul Mukkadas (MBCL)

1. “ইসরাইলীয় বাদশাহ্‌দের বই”-তে সমস্ত বনি-ইসরাইলদের বংশ-তালিকা লেখা রয়েছে।এহুদার লোকদের বেঈমানীর জন্য তাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।

2. যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরুকরল তারা ছিল ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারী এবং অন্যান্য বনি-ইসরাইলরা।

3. এহুদা, বিন্‌ইয়ামীন, আফরাহীম ও মানশা-গোষ্ঠীর যারা জেরুজালেমে বাস করতে লাগল তারা হল:

4. এহুদা-গোষ্ঠী থেকে:এহুদার ছেলে পেরসের বংশের উথয়। উথয় ছিল অম্মীহূদের ছেলে, অম্মীহূদ অম্রির ছেলে, অম্রি ইম্রির ছেলে, ইম্রি বানির ছেলে ও বানি পেরসের ছেলে।

5. এহুদার ছেলে শেলার বংশের অসায় ও তার ছেলেরা। অসায় ছিল তার পিতার বড় ছেলে।

6. এহুদার ছেলে শেরহের বংশের যুয়েল।এহুদা-গোষ্ঠীর যে লোকেরা জেরুজালেমে বাস করল তাদের সংখ্যা হল ছ’শো নব্বই জন।

7. বিন্যামীন-গোষ্ঠী থেকে:মশুল্লমের ছেলে সল্লু। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল হোদবিয় এবং হস্‌নূয়।

8. যিরোহমের ছেলে যিব্‌নিয়।মিখ্রির নাতি, অর্থাৎ উষির ছেলে এলা।শফটিয়ের ছেলে মশুল্লম। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল রূয়েল ও যিব্‌নিয়।

9. এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। বিন্‌ইয়ামীনের বংশ-তালিকা অনুসারে যে সব লোক জেরুজালেমে বাস করল তাদের সংখ্যা ছিল ন’শো ছাপান্ন জন।

10-11. ইমামদের থেকে:যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন ও হিল্কিয়ের ছেলে অসরিয়। অসরিয় ছিলেন আল্লাহ্‌র ঘরের ভার পাওয়া লোকদের মধ্যে প্রধান। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটূব।

12. যিরোহমের ছেলে অদায়া। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল পশ্‌হূর ও মল্কিয়।অদীয়েলের ছেলে মাসয়। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল যহসেরা, মশুল্লম, মশিল্লমীত ও ইম্মের।

13. এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে ইমামেরা জেরুজালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা আল্লাহ্‌র ঘরের এবাদত-কাজের ভার-পাওয়া যোগ্য লোক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 9