ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 6:53-61 Kitabul Mukkadas (MBCL)

53. অহীটূবের ছেলে সাদোক এবং সাদোকের ছেলে অহীমাস।

54-59. কহাতীয় হারুনের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল এহুদা-এলাকার আশ্রয়-শহর হেবরন ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালুতকে। এছাড়া হারুনের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।

60. বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল।

61. মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 6