ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 29:6-12 Kitabul Mukkadas (MBCL)

6. তখন বংশের নেতারা, বনি-ইসরাইলদের বিভিন্ন গোষ্ঠীর নেতারা, হাজার সৈন্যের ও শত সৈন্যের সেনাপতিরা ও বাদশাহ্‌র কাজের তদারককারীরা খুশী হয়ে দান করলেন।

7. আল্লাহ্‌র ঘরের কাজের জন্য তাঁরা একশো পঁচানব্বই টন সোনা, দশ হাজার সোনার অদর্কোন, তিনশো নব্বই টন রূপা, সাতশো দুই টন ব্রোঞ্জ ও তিন হাজার ন’শো টন লোহা দিলেন।

8. যাঁদের কাছে দামী পাথর ছিল তাঁরা সেগুলো মাবুদের ঘরের ভাণ্ডারে রাখবার জন্য গের্শোনীয় যিহীয়েলের হাতে দিলেন।

9. তাঁরা খুশী মনে এবং খোলা হাতে সমস্ত দিল দিয়ে মাবুদকে দিতে পেরে আনন্দিত হলেন। বাদশাহ্‌ দাউদও খুব আনন্দিত হয়েছিলেন।

10. দাউদ সমস্ত লোকের সামনে এই বলে মাবুদের প্রশংসা করলেন,“হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্‌,অনাদিকাল থেকে আখেরাত পর্যন্ত তোমার প্রশংসা হোক।

11. হে মাবুদ, মহিমা, শক্তি, জাঁকজমক,জয় আর প্রশংসা তোমার,কারণ বেহেশতের ও দুনিয়ার সব কিছু তোমারই।হে মাবুদ, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ;তোমার স্থান সকলের উপরে।

12. ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে;তুমিই সব কিছু শাসন করে থাক।তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা;মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 29