ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 27:22-34 Kitabul Mukkadas (MBCL)

22. দান-গোষ্ঠীর নেতা যিরোহমের ছেলে অসরেল।এঁরাই ছিলেন ইসরাইলের গোষ্ঠীগুলোর প্রধান নেতা।

23. দাউদ বিশ কিংবা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ মাবুদ বনি-ইসরাইলদের সংখ্যা আসমানের তারার মত অসংখ্য করবেন বলে ওয়াদা করেছিলেন।

24. সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরুকরেছিলেন, কিন্তু তা শেষ করেন নি। লোকগণনার জন্য ইসরাইলের উপর মাবুদের গজব নেমে এসেছিল। সেইজন্য বাদশাহ্‌ দাউদের ইতিহাস বইয়ে লোকদের কোন সংখ্যা লেখা হয় নি।

25. বাদশাহ্‌র ভাণ্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত-খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।

26. চাষীদের দেখাশোনার ভার ছিল কলূবের ছেলে ইষ্রির উপর।

27. আংগুর ক্ষেতের ভার ছিল রামাথীয় শিমিয়ির উপর। আংগুর ক্ষেত থেকে যে আংগুর-রস পাওয়া যেত তার ভাণ্ডারের ভার ছিল শিফমীয় সব্দির উপর।

28. পশ্চিম দিকের নীচু পাহাড়ী এলাকার জলপাই ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল-হাননের উপর। জলপাইয়ের তেলের ভাণ্ডারের ভার ছিল যোয়াশের উপর।

29. শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্‌লয়ের ছেলে শাফটের উপর।

30. ইসমাইলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গাধার পালের ভার।

31. ছাগল ও ভেড়ার পালের ভার ছিল হাগরীয় যাসীষের উপর। বাদশাহ্‌ দাউদের সম্পত্তির দেখাশোনার ভার ছিল এই সব তদারককারীদের উপর।

32. দাউদের চাচা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও বাদশাহ্‌র লেখক। বাদশাহ্‌র ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।

33. অহীথোফল ছিলেন বাদশাহ্‌র পরামর্শদাতা, অর্কীয় হূশয় ছিলেন বাদশাহ্‌র বন্ধু।

34. অহীথোফলের মৃত্যুর পরে অবীয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা বাদশাহ্‌র পরামর্শদাতা হয়েছিলেন। বাদশাহ্‌র সৈন্যদলের সেনাপতি ছিলেন যোয়াব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 27