ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 23:12-23 Kitabul Mukkadas (MBCL)

12. কহাতের চারজন ছেলে হল ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।

13. ইমরানের ছেলেরা হল হারুন ও মূসা। হারুন ও তাঁর বংশধরদের চিরকালের জন্য আল্লাহ্‌র উদ্দেশ্যে পবিত্র করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, মাবুদের সামনে সুগন্ধি ধূপ জ্বালাতে পারেন, তাঁর সামনে এবাদত-কাজ করতে পারেন এবং তাঁর নামে দোয়া উচ্চারণ করতে পারেন।

14. কিন্তু আল্লাহ্‌র বান্দা মূসার ছেলেদের বাকী লেবীয়দের মধ্যে ধরা হত।

15. মূসার ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।

16. গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।

17. ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোন ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।

18. যিষ্‌হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।

19. হেবরনের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।

20. উষীয়েলের ছেলেদের মধ্যে মিকাহ্‌ ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।

21. মরারির ছেলেরা হল মহলি ও মূশি। মহলির ছেলেরা হল ইলিয়াসর ও কীশ।

22. ইলিয়াসর কোন ছেলে না রেখেই ইন্তেকাল করলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ তাদের চাচার ছেলেরা সেই মেয়েদের বিয়ে করল।

23. মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 23