ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 2:50-54-55 Kitabul Mukkadas (MBCL)

50. এই হল কালুতের বংশের কথা: ইফ্রাথার বড় ছেলে হূরের ছেলেরা হল শোবল, শল্‌ম আর হারেফ। শোবল কিরিয়ৎ-যিয়ারীম নামে একটা গ্রাম গড়ে তুলেছিল;

51. শল্‌ম গড়ে তুলেছিল বেথেলহেম গ্রাম আর হারেফ গড়ে তুলেছিল বৈৎ-গাদের গ্রাম।

52-53. কিরিয়ৎ-যিয়ারীম যে গড়ে তুলেছিল সেই শোবলের বংশের লোকেরা হল হরোয়া, মনূহোতীয়দের অর্ধেক লোক আর কিরিয়ৎ-যিয়ারীমের বাসিন্দারা। কিরিয়ৎ-যিয়ারীমের বাসিন্দারা হল যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়রা। এদের থেকে সরাথীয় ও ইষ্টায়োলীয় বংশের সৃষ্টি হয়েছিল।

54-55. শল্‌মের বংশের লোকেরা হল বেথেলহেমের লোকেরা, নটোফাতীয়রা, অট্রোৎ-বৈৎ-যোয়াবের লোকেরা, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়রা এবং যাবেষে বাসকারী লেখকেরা, অর্থাৎ তিরিয়াথীয়রা, শিমিয়থীয়রা ও সূখাথীয়রা। এরা ছিল কীনীয় যারা রেখবীয়দের পূর্বপুরুষ হম্মতের বংশের লোক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 2