ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 16:23-37 Kitabul Mukkadas (MBCL)

23. দুনিয়ার সব লোক, তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও;তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।

24. বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সব অলৌকিক কাজের কথা ঘোষণা কর।

25. মাবুদই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য;সব দেব-দেবীর চেয়ে তিনি বেশী ভয় জাগান।

26. বিভিন্ন জাতির দেব-দেবী অসার মাত্র,কিন্তু মাবুদ আসমানের সৃষ্টিকর্তা।

27. তাঁকেই ঘিরে রয়েছে প্রশংসা ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে কুদরত ও আনন্দ।

28. হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত প্রশংসা ও কুদরত মাবুদেরই।

29. তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের;কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস।মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁর এবাদত কর।

30. দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।

31. আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”

32. সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।

33. তাহলে বনের গাছপালাও মাবুদের সামনে আনন্দে গজল গাইবে,কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।

34. তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান;তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।

35. তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌,আমাদের উদ্ধার কর;অন্যান্য জাতিদের মধ্য থেকেতুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর,যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে শুকরিয়া জানাতে পারিআর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।

36. সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্তইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা হোক।”এর পর সব লোকেরা বলল, “আমিন, মাবুদের প্রশংসা হোক।”

37. প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত এবাদত-কাজের জন্য দাউদ মাবুদের সাক্ষ্য-সিন্দুকের কাছে আসফ ও তাঁর লোকদের রেখে গেলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 16