ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 14:6-17 Kitabul Mukkadas (MBCL)

6. নোগহ, নেফগ, যাফিয়,

7. ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।

8. ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, গোটা ইসরাইলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে আক্রমণ করতে গেল। তা শুনে দাউদ তাদের বিরুদ্ধে বের হলেন।

9. ফিলিস্তিনীরা এসে রফায়ীম উপত্যকায় হানা দিল।

10. তখন দাউদ আল্লাহ্‌কে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?”জবাবে মাবুদ বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”

11. তখন দাউদ ও তাঁর লোকেরা বাল-পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দাউদ বললেন, “আল্লাহ্‌ পানির বাঁধ ভাংগার মত করে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম হল বাল-পরাসীম।

12. ফিলিস্তিনীরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দাউদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।

13. ফিলিস্তিনীরা আবার সেই উপত্যকায় হানা দিল।

14. তখন দাউদ আবার আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করলেন, আর জবাবে আল্লাহ্‌ তাঁকে বললেন, “তোমরা সোজাসুজি তাদের দিকে যেয়ো না, বরং তাদের পিছন দিক থেকে বাখা গাছগুলোর সামনে তাদের আক্রমণ কর।

15. বাখা গাছগুলোর মাথায় যখন তুমি সৈন্যদলের চলবার মত শব্দ শুনবে তখনই তুমি যুদ্ধের জন্য বেরিয়ে পড়বে। এর মানে হল, ফিলিস্তিনী সৈন্যদের আঘাত করবার জন্য আল্লাহ্‌ তোমার আগে আগে গেছেন।”

16. আল্লাহ্‌র হুকুম মতই দাউদ কাজ করলেন। তারা গিবিয়োন থেকে গেষর পর্যন্ত সারা পথ ফিলিস্তিনী সৈন্যদের মারতে মারতে গেল।

17. এইভাবে দাউদের সুনাম সব দেশে ছড়িয়ে পড়ল, আর মাবুদ সব জাতির মধ্যে তাঁর সম্বন্ধে একটা ভয়ের ভাব জাগিয়ে দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 14