ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ খান্দাননামা 14:1-13 Kitabul Mukkadas (MBCL)

1. পরে টায়ারের বাদশাহ্‌ হীরম দাউদের কাছে কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাদের সংগে পাঠালেন দাউদের জন্য রাজবাড়ী তৈরী করবার উদ্দেশ্যে এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।

2. তখন দাউদ বুঝতে পারলেন যে, মাবুদ ইসরাইলের উপর তাঁর রাজপদ স্থির করেছেন এবং তাঁর লোকদের, অর্থাৎ বনি-ইসরাইলদের জন্য তাঁর রাজ্যের অনেক উন্নতি করেছেন।

3. দাউদ জেরুজালেমে আরও বিয়ে করলেন এবং তাঁর আরও ছেলেমেয়ের জন্ম হল।

4. জেরুজালেমে তাঁর যে সব সন্তানের জন্ম হয়েছিল তাদের নাম হল শম্মূয়, শোবব, নাথন, সোলায়মান,

5. যিভর, ইলীশূয়, ইল্পেলট,

6. নোগহ, নেফগ, যাফিয়,

7. ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।

8. ফিলিস্তিনীরা যখন শুনতে পেল যে, গোটা ইসরাইলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করা হয়েছে তখন তারা সমস্ত সৈন্য নিয়ে তাঁকে আক্রমণ করতে গেল। তা শুনে দাউদ তাদের বিরুদ্ধে বের হলেন।

9. ফিলিস্তিনীরা এসে রফায়ীম উপত্যকায় হানা দিল।

10. তখন দাউদ আল্লাহ্‌কে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের আক্রমণ করব? তুমি কি আমার হাতে তাদের তুলে দেবে?”জবাবে মাবুদ বললেন, “যাও, তাদের আমি তোমার হাতে তুলে দেব।”

11. তখন দাউদ ও তাঁর লোকেরা বাল-পরাসীমে গিয়ে তাদের হারিয়ে দিলেন। দাউদ বললেন, “আল্লাহ্‌ পানির বাঁধ ভাংগার মত করে আমার হাত দিয়ে আমার শত্রুদের ভেংগে ফেললেন।” এইজন্যই সেই জায়গার নাম হল বাল-পরাসীম।

12. ফিলিস্তিনীরা তাদের দেবমূর্তিগুলো সেখানে ফেলে গিয়েছিল। দাউদের হুকুমে লোকেরা সেগুলো আগুনে পুড়িয়ে দিল।

13. ফিলিস্তিনীরা আবার সেই উপত্যকায় হানা দিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ খান্দাননামা 14