ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হেদায়েতকারী 1:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. হেদায়েতকারীর কথা; তিনি জেরুজালেমের বাদশাহ্‌ এবং দাউদের ছেলে।

2. তিনি বলছেন, “অসার, অসার!কোন কিছুই স্থায়ী নয়।সব কিছুই অসার!”

3. সূর্যের নীচে মানুষ যে পরিশ্রম করেসেই সব পরিশ্রমে তার কি লাভ?

4. এক পুরুষ চলে যায়,আর এক পুরুষ আসে,কিন্তু দুনিয়া চিরকাল থাকে।

5. সূর্য ওঠে, সূর্য অস্ত যায়,আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে গিয়েআবার সেখান থেকে ওঠে।

6. বাতাস দক্ষিণ দিকে বয়,তারপর ঘুরে যায় উত্তরে;এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে।

7. সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,তবুও সাগর কখনও পূর্ণ হয় না;যেখান থেকে সব নদী বের হয়ে আসেআবার সেখানেই তার পানি ফিরে যায়।

8. সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লানি- জন্মায়;সেই সব বিষয়ে বলবার ভাষা কারও নেই।চোখ যতই দেখুক না কেন সে আরও দেখতে চায়,কান যতই শুনুক না কেন সে আরও শুনতে চায়।

9. যা হয়ে গেছে তা আবার হবে,যা করা হয়েছে তা আবার করা হবে;সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।

10. এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে,“দেখ, এটা নতুন।”কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল,আমাদের কালের আগেই ছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হেদায়েতকারী 1