ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 15:12-17 Kitabul Mukkadas (MBCL)

12. তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,আর দুনিয়া তাদের গিলে ফেলল।

13. তোমার অটল মহব্বতে তুমি যাদের ছাড়িয়ে আনলেতাদের তুমিই চালিয়ে নেবে।তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানেতুমি তাদের চালিয়ে আনবে।

14. সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,আর ফিলিস্তিনীদের মন দারুণ ব্যথায় কাতর হবে।

15-16. ইদোমীয় সর্দারেরা ভয়ে দিশেহারা হবে;মোয়াবীয় নেতারা কাঁপতে থাকবে,আর ভীষণ ভয়ের সামনে পড়েকেনানীয়রা সাহস হারাবে।হে মাবুদ, তোমার বান্দাদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ত,তোমার ছাড়িয়ে নেওয়া বান্দাদের যাওয়াশেষ না হওয়া পর্যন্ততোমার মহা শক্তির সামনেঐ সব জাতি পাথরের মত পড়ে থাকবে।

17. তুমিই তোমার বান্দাদের এনে চারার মত করেলাগিয়ে দেবে তোমার নিজের পাহাড়ে।হে মাবুদ, তোমার নিজের হাতে করাওটাই তোমার বাসস্থান;হে মালিক, তোমার নিজের হাতে গড়াওটাই সেই পবিত্র স্থান;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 15