ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সোলায়মানের শীর 8:6-9 Kitabul Mukkadas (MBCL)

6. সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার দিলেআর তোমার হাতে রাখ;কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী,পাওনা ভালবাসার আগ্রহ কবরের মতই হার মানে না।তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে,জ্বলতে থাকে জোরালো শিখার মত।

7. বন্যার পানিও ভালবাসাকে নিভাতে পারে না;সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে।ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয়তবে তা হবে খুবই তুচ্ছ।

8. আমাদের একটা ছোট বোন আছে,তার বুক দু’টা এখনও বড় হয় নি।সেদিন আমরা কি করবযেদিন তার বিয়ের কথাবার্তা হবে?

9. সে যদি দেয়াল হততবে আমরা তার উপরে রূপা দিয়েউঁচু পাহারা-ঘর তৈরী করতাম।যদি সে দরজা হততবে এরস কাঠের পাল্লা দিয়েআমরা তাকে বন্ধ করে রাখতাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সোলায়মানের শীর 8