ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সোলায়মানের শীর 7:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানাদেখতে কেমন সুন্দর!তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত,তা যেন পাকা কারিগরের হাতের কাজ।

2. তোমার নাভি দেখতে গোল পাত্রের মতযার মধ্যে মেশানো আংগুর-রসের অভাব হয় না।তোমার পেট দেখতে উড়ানো গমের স্তূপের মতযার চারপাশ লিলি ফুল দিয়ে ঘেরা।

3. তোমার বুক দু’টা যেন হরিণের দু’টা বাচ্চা,কৃষ্ণসারের যমজ বাচ্চা।

4. হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা,তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের দরজার কাছেহিষ্‌বোনের পুকুরগুলোর মত।তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করালেবাননের উঁচু পাহারা-ঘর।

5. তোমার শরীরের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত;চক্‌চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল;সেই চুলের গোছায় বাদশাহ্‌ বন্দী হয়ে আছেন।

6. হে আমার প্রিয়া, আমার আনন্দ দানকারিনী,তুমি কি সুন্দর, কি চমৎকার!

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সোলায়মানের শীর 7