ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সোলায়মানের শীর 3:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. রাতের বেলায় আমার বিছানায়আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম;আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।

2. আমি ভাবলাম, আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব,ঘুরে বেড়াব রাস্তায় রাস্তায়, চকে চকে;সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব;আমি তাঁর খোঁজ করছিলাম কিন্তু তাঁকে পেলাম না।

3. পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়আমাকে দেখতে পেল।আমি তাদের জিজ্ঞাসা করলাম,“তোমরা কি আমার প্রাণের প্রিয়তমকে দেখেছ?”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সোলায়মানের শীর 3