ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সোলায়মানের শীর 2:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. আমি যেন শারোণের একটা গোলাপ,উপত্যকার লিলি ফুল।

2. কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল,মেয়েদের মধ্যে তেমনি আমার প্রিয়া।

3. বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ,তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়।আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই,আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।

4. তিনি আমাকে মেজবানীর ঘরে নিয়ে গেলেন,আর নিশান টাংগাবার মত করেআমার প্রতি তাঁর ভালবাসা ঘোষণা করলেন।

5. কিশ্‌মিশ খাইয়ে আমাকে শক্তিশালী করআর আপেল খাইয়ে আমাকে তাজা করে তোলো,কারণ ভালবাসায় আমি দুর্বল হয়ে গেছি।

6. আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত,আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।

7. হে জেরুজালেমের মেয়েরা,আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি,তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো নাযতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।

8. ঐ শোন, আমার প্রিয়ের শব্দ,ঐ দেখ, তিনি আসছেন;তিনি পাহাড়-পর্বতের উপর দিয়েলাফিয়ে লাফিয়ে আসছেন।

9. আমার প্রিয় যেন কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চা।ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন,তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন,জাফ্‌রির মধ্য দিয়ে উঁকি মারছেন।

10. আমার প্রিয় আমাকে বললেন,“প্রিয়া আমার, ওঠো;সুন্দরী আমার, আমার সংগে এস।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সোলায়মানের শীর 2