ওল্ড টেস্টামেন্ট

নববিধান

সফনিয় 2:8-9 Kitabul Mukkadas (MBCL)

ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “আমি মোয়াবের অপমান করবার কথা ও অম্মোনীয়দের ঠাট্টা-বিদ্রূপ করবার কথা শুনেছি; তারা আমার বান্দাদের অপমান করেছে এবং তাদের দেশ দখল করবে বলে গর্ব করেছে। আমার জীবনের কসম যে, মোয়াব নিশ্চয়ই সাদুমের মত আর অম্মোনীয়দের দেশ আমুরার মত হবে- তা আগাছার জায়গা, লবণের ক্ষেত ও চিরকালের পতিত জমি হয়ে থাকবে। আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের লুট করবে ও তাদের দেশ অধিকার করবে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন সফনিয় 2

প্রেক্ষাপটে সফনিয় 2:8-9 দেখুন