ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 26:34-39 Kitabul Mukkadas (MBCL)

34. এগুলো মানশা-গোষ্ঠীর বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল বাহান্ন হাজার সাতশো।

35. আফরাহীমের বংশধরদের বংশ হল শূথলহ থেকে শূথলহীয় বংশ, বেখর থেকে বেখরীয় বংশ এবং তহন থেকে তহনীয় বংশ।

36. শূথলহের বংশধরদের বংশ হল এরণ থেকে এরণীয় বংশ।

37. এগুলো আফরাহীম-গোষ্ঠীর লোকদের বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল বত্রিশ হাজার পাঁচশো। বংশ অনুসারে এরাই ছিল ইউসুফের বংশধর।

38. বিন্‌ইয়ামীনের বংশধর: এরা হল বেলা থেকে বেলায়ীয় বংশ, অস্‌বেল থেকে অস্‌বেলীয় বংশ, অহীরাম থেকে অহীরামীয় বংশ,

39. শূফম থেকে শূফমীয় বংশ এবং হূফম থেকে হূফমীয় বংশ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 26