ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 9:12-18 Kitabul Mukkadas (MBCL)

12. তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপকারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”

13. নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করেসে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।

14. সে তার ঘরের দরজার পাশেশহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।

15. যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায়তাদের সে ডেকে বলে,

16. “বোকা লোকেরা এখানে আসুক।”যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,

17. “চুরি করা পানি মিষ্টি;যে খাবার লুকিয়ে খাওয়া হয় তা খুব স্বাদ লাগে।”

18. কিন্তু তারা জানেই না যে, মৃত লোকেরা সেখানে থাকে;সেই স্ত্রীলোকের দাওয়াত করা লোকেরা কবরের গভীরে থাকে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 9