ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:9-13 Kitabul Mukkadas (MBCL)

9. যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য;যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি।

10. রূপার চেয়ে আমার উপদেশ লাভ করতে আগ্রহী হও,বাছাই করা সোনার চেয়ে জ্ঞান লাভ করতে আগ্রহী হও;

11. কারণ প্র্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী;তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।

12. “আমি সুবুদ্ধি, আমি চালাক হবার বুদ্ধির সংগে বাস করি;জ্ঞান ও নেকী-বদী বুঝবার শক্তি আমার আছে।

13. মাবুদকে ভয় করা মানেই দুষ্টতাকে ঘৃণা করা;অহংকার, বড়াই করা, খারাপ ব্যবহারআর বাঁকা কথাকে আমি ঘৃণা করি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8