ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:17-23 Kitabul Mukkadas (MBCL)

17. যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি;যারা মনেপ্রাণে আমার তালাশ করে তারা আমাকে পায়।

18. ধন ও সম্মান আমার কাছ থেকে আসে,আসে স্থায়ী সম্পদ ও উন্নতি।

19. সোনার চেয়েও, এমন কি, খাঁটি সোনার চেয়েওআমার দেওয়া ফল ভাল;আমি যা দিই তা বাছাই করা রূপার চেয়েও খাঁটি।

20. আমি ন্যায়ের পথে হাঁটি,ন্যায়বিচারের পথ ধরে চলি।

21. যারা আমাকে ভালবাসে তারা ধন-সম্পদ পায়;আমিই তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে তুলি।

22. “মাবুদের কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগেআমি তাঁরই ছিলাম;

23. সেই প্রথম থেকে, দুনিয়া সৃষ্টির আগে থেকে,সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8