ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 8:1-10 Kitabul Mukkadas (MBCL)

1. সুবুদ্ধি কি ডাক দেয় না?বিচারবুদ্ধি কি চিৎকার করে কথা বলে না?

2. পথের পাশে উঁচু জায়গায়যেখানে পথ গিয়ে পথের সংগে মিলেছেসেখানে সুবুদ্ধি দাঁড়িয়ে থাকে।

3. শহরে যাবার পথে সদর দরজার কাছে সে জোরে চেঁচিয়ে বলে,

4. “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি,সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি।

5. বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর;বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।

6. শোন, আমি উপযুক্ত কথা বলব,সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।

7. আমি সত্যি কথা বলব;খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে,তাই আমি তা বলব না।

8. আমার মুখের সমস্ত কথাই ঠিক,তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই।

9. যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য;যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি।

10. রূপার চেয়ে আমার উপদেশ লাভ করতে আগ্রহী হও,বাছাই করা সোনার চেয়ে জ্ঞান লাভ করতে আগ্রহী হও;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 8